ঢাকা, রবিবার, ১৯ মে, ২০২৪

নিশো-মেহজাবিনের ‘গোলমরিচ’

ট্রেন থেকে নেমে স্টেশনে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল আওয়াজ। ঠিক তখন ঝড়ের মতো এসে তার সঙ্গে ধাক্কা খায় নিতু নামে এক সুন্দরী যুবতী। মোবাইল ফোনটি পড়ে গিয়ে টুকরো টুকরো হয়ে যায়। নিতু সরি বলে পার পাওয়ার চেষ্টা করলেও তাকে ধরে ফেলে আওয়াজ! ক্ষতিপূরণ ছাড়া কোনোভাবেই সে নিতুকে ছাড়বে না। অন্যদিকে নিতুর চট্টগ্রামগামী ট্রেনটি ধীরে ধীরে ছেড়ে যাচ্ছে। কিন্তু আওয়াজ নাছোড়বান্দা!


দৃশ্যটি বাস্তবের নয়, ‘গোলমরিচ’ নাটকের। রাজীব আহমেদের চিত্রনাট্যে নাটকটি নির্মাণ করেছেন রুবেল হাসান। এতে আওয়াজ চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। নিতু চরিত্রে দেখা যাবে মেহজাবিন চৌধুরীকে।


কিছুদিন আগে নিশো-মেহজাবিন অভিনীত ‘মিস্টার অ্যান্ড মিস চাপাবাজ’ নাটকটি ইউটিউবে মুক্তি পায়। রুবেল হাসান পরিচালিত এ নাটকও দারুণ সাড়া ফেলে। নতুন এ নাটক নিয়ে আশাবাদী এই নির্মাতা।


রুবেল হাসান বলেন, আগেও অনেক নাটকে সফলতা পেয়েছি। তবে ‘চাপাবাজ’ সবকিছু ছাপিয়ে গেল। সেই রেশ ধরেই নতুন বছরের বিশেষ কাজ হিসেবে নির্মাণ করেছি ‘গোলমরিচ’। আমাদের ধারণা, এই নাটকটিও দারুণ হিট হবে। কারণ এর গল্প, অভিনয় আর নির্মাণশৈলী—সবকিছুতেই চেষ্টা করেছি নতুন কিছু করার।


প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি জানিয়েছে, খুব শিগগির প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘গোলমরিচ’ নাটকটি।

ads

Our Facebook Page